ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ২১ কোটি ৩৫ লাখ ৯ হাজার ১ শত ৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা।
বাজেটে আগামী ২০২০-২১ অর্থবছরের রাজস্ব তহবিল ধরা হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৫ শত ৯৫ টাকা। উন্নয়ন তহবিল ধরা হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৫ শত ৮৭ টাকা। মোট আয় ধরা হয়েছে ২১ কোটি ৩৫ লাখ ৯ হাজার ১শত ৮২ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৫২ লাখ টাকা এবং ৮৩ লক্ষ ৯ হাজার ১৮২ টাকা স্থিতি রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
এ বাজেটে নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার ট্যাক্স, লাইসেন্স নবায়ন, যানবাহনসহ আয়ের খাত উল্লেখ করা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যু বিল ও আনুষাঙ্গিক খরচ পরিশোধ সহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।
বাজেট পরবর্তী প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরসহ শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর সচিব আ. ওয়াদুদ।
বিডি প্রতিদিন/হিমেল