শেরপুর পৌর এলাকার সরকারি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে আজ ৭২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। ওই যুবক শহরের বাগরাকসা এলাকার ফজর আলীর ছেলে স্বপন আলী(২৯)।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। স্বপনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার