৮ জুলাই, ২০২০ ১৪:১৩

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার প্রায় ৭ হাজার ৫০০টি বিভিন্ন জাতের বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

জেলা বন বিভাগ অফিস চত্বরে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী  হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হাসান মুক্তাসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। 

জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান, মুজিববর্ষ উপলক্ষে  দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে, প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মাগুরা জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে এ সকল গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  মসজিদ, মন্দির ও সড়কের পাশে রোপনের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের বলা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর