৮ জুলাই, ২০২০ ১৫:৫৬

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা রোডে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন রোধ বালি ভর্তি বস্তা প্রস্তুত করে ফেলা শুরু করা হয়েছে। 

প্রতি বছরের ন্যায় এ বছর পুরান বাজার হরিসভা রোডে শহর রক্ষা বাঁধের কয়েকটি অংশে ফাটল দেখা দেয়। এরমধ্যে হরিসভা রোডের মাথায় ২০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় বর্ষার পানির তোড়ে মন্দির এলাকার বিস্তীর্ণ অংশ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, মেঘনার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি বৃদ্ধি ও প্রচন্ড স্রোতের কারণে শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকার কয়েকটি স্থানে ফাটল ও ব্লক দেবে গেছে। হরিসভা এলাকার বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা বাণিজ্য নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। বাঁধের দুইশ’ মিটার তীর এলাকা যেকোন সময় নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয় লোকজন। প্রতি মুহূর্তে এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার জানান, বাঁধের ফাটল এলাকায় মঙ্গলবার রাত থেকেই বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষায় কাজ চলছে। নদীতে পানির ঘূর্ণাবর্ত অত্যন্ত প্রবল হওয়ায়, বাঁধের কোথাও ফাটল হচ্ছে কিনা তা তদারকি ও সার্ভের কাজ চলছে। পাউবো’র কর্মকর্তারা সেখানে সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর