শিরোনাম
৮ জুলাই, ২০২০ ১৮:২৪

বড়াইগ্রামে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিকে বহিষ্কার ও দপ্তরির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সোসাইটি, নাটোর জেলা শাখা।

মানববন্ধনে নেৃতৃবৃন্দ ওই বিদ্যালয়ের সভাপতি টিপু সরকারের বিরুদ্ধে দপ্তরি ফারুক হোসেনকে নারী ঘটিত মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। অতি দ্রæত উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বহিষ্কার দাবি করে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সোসাইটির ঢাকা কেন্দ্রীয় কমিটির আহবায়ক গোলাম হোসেন, দপ্তরি কল্যাণ সমিতির নাটোর জেলার সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সিংড়া উপজেলা দপ্তরি কাম প্রহরী কল্যাণ সমিতির সভাপতি দুলাল হোসেন, রনি আহম্মেদ, মহাররম  হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর