৯ জুলাই, ২০২০ ২১:৫১

ফেনীতে ডাকাতের নির্যাতনে বৃদ্ধার মৃত্যু, দুই নারীর শ্লীলতাহানি

ফেনী প্রতিনিধি

ফেনীতে ডাকাতের নির্যাতনে বৃদ্ধার মৃত্যু, দুই নারীর শ্লীলতাহানি

ফেনী সদর উপজেলার ছনুয়ায় ডাকাতের নির্যাতনে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার গভীররাতে ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়ার দফাদার বাড়িতে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও সকিনা বেগমের ছেলে আশরাফুল ইসলাম জানান, একদল ডাকাত তাদের বাড়িতে ডাকাতি করতে আসে। এসময় সকিনা বেগমসহ দুই গৃহবধূকে গামছা দিয়ে হাত পা বেধে কক্ষে আটক করে রাখে। এই অবস্থায় সকিনা বেগম চিৎকার করলে তারা গামছা দিয়ে তার নাক মুখ বেধে ফেললে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ডাকাতরা দুই নারীর শ্লীলতাহানি করে। পরে বাড়ি থেকে স্বর্ণ, নগদ টাকাও মালামাল নিয়ে চলে যায়। সকিনা বেগম মৃত কবির উদ্দিনে স্ত্রী। ওই ঘরে কোন পুরুষ সদস্য থাকে না বলে জানা যায়। 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও মামলা হয়নি। মামলার পৃস্তুতি চলছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর