৯ জুলাই, ২০২০ ২২:০২

সখিপুরে ভাঙন আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি:

সখিপুরে ভাঙন আতঙ্ক

আকস্মিক পদ্মার ভাঙনে বিলীন হয়েছে শরীয়তপুর জেলার সখিপুর থানার চেয়ারম্যান স্টেশন বাজারের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার ভাঙন আতঙ্কে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। ভাঙন অব্যাহত থাকায় নদী তীর থেকে স্থাপনা নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন ব্যবসায়ীরা। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। 

স্থানীয়রা জানায়, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় ৩-৪ দিন যাবৎ নদী ভাঙ্গনের কবলে পরে বাজারটি। গত মঙ্গলবার ভোর রাতে কোনোকিছু বুঝে ওঠার আগেই আকস্মিক ভাঙনের কবলে স্থাপনা ও মালামালসহ নদীতে বিলীন হয়ে গেছে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ভাঙন আতঙ্কে বাজারের অন্তত অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ায় বড় ধরনের লোকসানে পড়েছে ব্যবসায়ীরা। 

এদিকে, ভাঙন রোধে ৯৯ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর