১০ জুলাই, ২০২০ ১৪:৩৫

সুনামগঞ্জে ফের বন্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ফের বন্যা

ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। আজ শুক্রবার জেলার প্রধান নদীর সুরমার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৩ মিলিমিটার।

এতে করে আবারো প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পানির নিচে ডুবে গেছে অনেক রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন প্লাবিত এলাকার মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী চারদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পানিও বাড়তে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় সুনামগঞ্জে। বন্যা কবলিত হন জেলার ৩২ টি ইউনিয়নের মানুষ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর