১০ জুলাই, ২০২০ ১৬:৪০

বগুড়ায় রাইজিং ক্লাবের উদ্যোগে মাঠ সংস্কার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় রাইজিং ক্লাবের উদ্যোগে মাঠ সংস্কার কাজ শুরু

বগুড়া শহরের বৃন্দাবন পাড়া রাইজিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া উপযোগী করতে ক্লাব মাঠে সংস্কার কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকালে ক্লাব মাঠে সংস্কার কাজ শুরু করা হয়। আগামী তিন মাস সংস্কার কাজ করার জন্য মাঠে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

রাইজিং ক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম জেঠোর সভাপতিত্বে ক্রীড়া উপযোগী করতে মাঠ সংস্কার কাজ শুরু করা হয়। এ সময় বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, রাইজিং ক্লাবের সাবেক সভাপতি গোলাম রব্বানী মাছুম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, প্রচার সম্পাদক মাহফুজার রহমান খট্টু, ক্রীড়া সম্পাদক সনি, সহ ক্রীড়া সম্পাদক মিনার, ক্লাবের সদস্য ইউসুফ, সোহাগ, মিলন, রেজাউল, স্বাধীন, ছনি, বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাইজিং ক্লাবের নেতৃবৃন্দ জানান, বগুড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রাইজিং ক্লাব। এই ক্লাবের মাধ্যমে বগুড়ায় অনেক ভালো মানের খেলোয়াড় তৈরি হয়েছে। মাঠ দীর্ঘদিন যাবত ক্রীড়া অনুপযোগী হয়ে রয়েছে। মাঠ সংস্কার কাজ শুরু করা হয়েছে। মাঠ ক্রীড়া উপযোগী হওয়ার আগ পর্যন্ত মাঠে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে। সংস্কার কাজ করতে আগামী তিন মাস মাঠে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর