শিরোনাম
১০ জুলাই, ২০২০ ১৮:৫০

মেঘনা নদীতে ট্রলার ডুবি, ৭ যাত্রীকে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি:

মেঘনা নদীতে ট্রলার ডুবি, ৭ যাত্রীকে জীবিত উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৭ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। দুপুরে মেঘনার মধ্যবর্তী চরমোজাম্মেল থেকে তজুমদ্দিন উপজেলায় ফেরার পথে মেঘনার বাসনভাঙা চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

উদ্ধারকৃতরা- শহিদ মাঝি, রমজান আলী, মইন উদ্দিন, সোহাগ, সিরাজ শাজাহান এবং সাদিয়া নামের ৮ বছরের একটি শিশু। এদের প্রত্যেকের বাড়ি লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকায়। এরা প্রত্যেকে ওই চরে কৃষিকাজের সাথে জড়িত। 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চর মোজাম্মেল থেকে তাদের নিজস্ব ছোট্ট একটি নৌকায় বেশ বেশ কয়েকটি ছাগল ও কিছু হাঁস-মুরগি নিয়ে তারা মূল ভূখন্ড তজুমদ্দিন ঘাটে ফিরছিলেন। নৌকাটি মেঘনার মধ্যবর্তী বাসনভাঙা চরের কাছাকাছি গভীর নদীতে পৌছলে স্রোতের তোড়ে উল্টে যায়। বিষয়টি টহলরত কোস্টগার্ড সদস্যদের চোড়ে পড়লে তারা দ্রুত এসে নৌকাটিসহ সকলকে উদ্ধার করেন। এ সময় দুটি ছাগল এবং কয়েকটি হাঁস উদ্ধার করা সম্ভব হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর