কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে বায়েজিদ (৬) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের ডাক্তার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে অন্যসব শিশুদের সাথে খেলতে খেলতে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে ডুবে যায় শিশু বায়েজিদ। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে শিশু বায়েজিদের লাশ উদ্ধার করে। ঈদের দিন আদরের ছেলেকে হারিয়ে তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন ও বারবার মুর্ছা যাচ্ছিলেন।
এ ব্যাপারে কচাকাটা থানার ওসি মামুন অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি কিছুটা প্রতিবন্ধী ছিল বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন