বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুক্তার হোসেন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মুক্তার হোসেন উপজেলার পূর্ব রহমতপুর এলাকার ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মুক্তার হোসেন এলাকার তপন দাসের বাড়ির পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিলেন। কাজের কোনো এক সময় তিনি পানিতে ডুবে যান। সকাল ১০টার দিকে নাস্তা খাওয়ার জন্য বাড়ির লোকজন তাকে ডাকতে গেলে তার দেখা পান না। পরে খোঁজাখুজি করে পুকুরের মধ্যে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কচুরিপানা পরিষ্কার করার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই