জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কলার বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি (মেয়ে বাচ্চা) বর্তমানে আধুনিক সদর হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে।
জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তির কলার বাগানে শিশুটিকে পাওয়া যায়।
রবিবার দুপুরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নবজাতক দেখতে পায়।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এমন একটি অমানবিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতককে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়।
উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি বর্তমানে আধুনিক সদর হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে। কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোন তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন