১৩ আগস্ট, ২০২০ ২২:০৮

যুবলীগ থেকে ডিজে শাকিল বহিষ্কৃত

অনলাইন ডেস্ক

যুবলীগ থেকে ডিজে শাকিল বহিষ্কৃত

১২শ’ কোটি টাকা প্রতারণার অভিযোগে বগুড়া ডিবি পুলিশের হাতে আটক হওয়ার একদিন পর সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হলেন তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. রাব্বী শাকিল ওরফে ডিজে শাকিল।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাকিলকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
 
প্রসঙ্গত, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সামনে রিশান গ্রুপ নামে একটি বিশাল অফিস স্থাপন করে প্রতারণার ফাঁদ পাতেন যুবলীগ নেতা ডিজে শাকিল। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি এবং ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ভুক্তভোগীদের দিয়েছেন জাল নিয়োগপত্র ও জাল চেক। তার প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর