১৪ আগস্ট, ২০২০ ১৭:৪৭

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে
কেজিতে ২০ টাকা

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। স্থলবন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও শুক্রবার তা বেড়ে ১শ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে দিনাজপুর শহরে তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি। 

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাঁচা মরিচের কয়েক আমদানিকারক জানান, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে সেদেশেই কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে পণ্যটির সরবরাহ কমায়, সেখানেই কাঁচা মরিচের দাম বাড়তির দিকে রয়েছে।

এতে বর্তমানে কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে। এছাড়াও শুক্রবার সাপ্তহিক ছুটি ও শনিবার ১৫ আগস্টের কারণে টানা দুদিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর