১৫ আগস্ট, ২০২০ ২০:১২

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

শনিবার সকালে শহরের পুরাতন কাচাঁরীর ডিসি পার্কের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সল বিপ্লব, সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস প্রমুখ। 

এছাড়াও মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর সভা এলাকায় বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনসহ মিরকাদিমের পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা। 

জেলা শহরের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলা শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মুফতি মোহাম্মদ শহিদুল্লা ১৫ আগস্টে শহীদ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দলীয় কর্মসূচি সীমিত আকারে পালন কর হয়। সকাল থেকে সন্ধ্যা অব্দি জাতির জনকের প্রতিকৃতিতে নিরাপদ দুরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। সবশেষে সন্ধায় জেলার মহিলা যুবলীগের নেতা মোর্শেদা আক্তার লিপির নেতৃত্বে একদল মহিলা নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এর আগে সারা দিন নিরাপদ দুরত্ব বজায় রেখে জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুন্সীগঞ্জ আইনজীবী পরিষদ, মুন্সীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার ভয় থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকে শত শত মানুষ তাদের প্রিয় নেতাকে বিনম্র শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর