শেষ বিদায়ে হাজারো জনতার চোখের জল আর ভালবাসায় সিক্ত হয়ে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সর্বজন শ্রদ্ধেয় সবার প্রিয় মানুষ আজিজুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান অজিজুর রহমানের দাফন সম্পূর্ন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে গুজারাই পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ গুজারাই বাড়িতে এসে পৌঁছে। ভোর থেকেই নেতাকর্মী ও স্থানীয় লোকজন আজিজুর রহমানের মহদেহ আসার অপেক্ষায় ছিলেন। বিকেল ৩টায় তাঁর কর্মস্থল জেলা পরিষদে মরদেহ নেয়া হয়। পরে বিকেল ৪টায় আসরের নামাজের আগে স্বাস্থ্যবিধি মেনে শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য মো. নেছার আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা ছুটে গেছেন তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে। জানাজার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, সোমবার দিবাগত আনুমানিক রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান মারা যান। মৃত্যু কালে তার রয়স হয়েছেল ৭৮ বছর।
এর আগে গত ৫ আগস্ট করোনা আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট সন্ধ্যায় তাকে আইসিইউতে নেয়া। এরপর থেকে শারীরিক অবস্থান অবনতি হলে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ