জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা মাঠের একটি গভীর নলকূপের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নৈশ প্রহরী সাঈদ ফকির (৬০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি পাশের বেলগাড়ি গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, কলিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী মালিকানাধীন গভীর নলকূপে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন সাঈদ ফকির। মৌসুম শেষ হওয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারার জন্য তিনি রাতে নলকূপের ঘরে ছিলেন।
ওসি আরও বলেন, “গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/আশিক