ভালুকায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিনটি এতিমখানায় ৫০০ শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাঁশিল গ্রামের আমান উল্লাহ খাঁন মাখন এতিখানা মাদরাসা, মেহেরাবাড়ি হুসাইনিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা ও বাঁশিল লতানিপাড় এতিমখানা হাফিজিয়া মাদরাসায় খাবার বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ খাঁন মাখনের আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম রাজু, মেহেদি হাসান নাঈম, তাওহিদ আহাম্মেদ ইমন, জহিরুল ইসলাম রুমান, রানা শেখ, আরিফুল ইসলাম, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই