বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরসহ কমপক্ষে ২০টি গ্রাম প্রতিদিন দু’বার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
নদীর তীরবর্তী এ শহরটির সদর বাজারসহ পৌরসভা ও ৬টি ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের শতশত পরিবার জোয়ার-ভাটার পানির সাথে যুদ্ধ করে টিকে রয়েছে মৌসুমী বায়ু ও অমাবশ্যার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পাওয়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়। শহররক্ষা বাধ না থাকায় বছরে ৬ মাস এমন দুর্ভোগে দিন কাটে এ উপজেলার লক্ষাধীক লোকের।
অতিরিক্তি পানির চাপে পৌরসভার সবকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। কিছুটা নিচু এলাকার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ রয়েছে রান্না। প্রায় ১০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভা মেয়র এমএম মনিরুল হক তালুকদার বলেন, বেরিবাধ না থাকায় বেশকিছু কাচা বসতঘর ও রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু পুকুর ডুবে গেছে।
এ ছাড়াও মোরেলগঞ্জ সদর, বলইবুনিয়া, খাউলিয়া, তেলীগাতি, বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যানের দেওয়া তথ্যমতে কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, ৬শ’ হেক্টর রোপা-আমনের বীজতলা ও কর্তন উপযোগী ২শ’ হেক্টর সবজী ক্ষেতের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন