বরিশাল জেলার ২৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
আজ সোমবার সকাল ১১টায় সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলায় ২৬৫ জন ব্যক্তির মাঝে এই চেয়ার বিতরণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় বরিশালের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ডা. মুন্নুজান রহমান এবং সমাজ সেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর