খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ইজিবাইক যাত্রী ডুমুরিয়া উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের মিনা খাতুন (৩৬), বাগদাড়ি গ্রামের মো. রুস্তম আলী খান (৬৫), সাহস ইউনিয়নের হাফিজুর রহমান (৩২) ও ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের জাহিদুর মোড়ল (২৫)। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। খর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, ডুমুরিয়া বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইক খুলনার গল্লামারীর দিকে আসছিল।
যাত্রীবাহী ইজিবাইক খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জিলেরডাঙ্গা পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কে ছিটকে পড়ে।
গুরুতর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।