কক্সবাজারে চোরাই গাছ জব্দের পর বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গত রবিবার রাতে চকরিয়া উপজেলার খুটাখালীর সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম (২৯), বনপ্রহরী মো. আয়াত উল্লাহ মজুমদার (৪২), মো. ওয়ালিউল ইসলাম (৩০), হাসান আলী (৩১) ও মো. হাসান (৩৮)। তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বন বিভাগের কর্মীরা জানান, সেগুনবাগিচা এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে একটি টমটম গাড়িতে গাছ পাচার করা হচ্ছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বনের গাছবোঝাই গাড়িটি জব্দ করা হলে মো. ফারুক নামের এক গাছ পাচারকারীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলা করেন। এরপর গাড়িটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যান। খুটাখালী বন বিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘গাছ পাচারকারীদের কয়েকজন বলে ‘বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল। এরপরই দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা করে।’