রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে রূপায়ন তঞ্চঙ্গ্যা (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় হঠাৎ ১৪/১৫টি বন্য হাতির পাল হানা দেয়। এ সময় হাতির পালের সামনে পড়ে স্থানীয় রূপায়ন চাকমা। সামনে পেয়ে বন্য হাতির দলটি তাকে তাড়া করে সুর দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলেও রক্ষা হয়নি তার জীবন। ঘটনাস্থলে মৃত্যু হয় রূপায়নের।
হাতির পাল জঙ্গলে চলে গেলে তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণে নিহত রূপায়নের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তের জন্য। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন