বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মজিদ তালুকদার (৫৫) নামে বিকাশের এক এজেন্টকে পিটিয়ে আহত করে ৩ লাখ ২৬ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত আব্দুল মজিদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ব্যবসায়ীর অভিযোগটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ডের পর এক পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদার দীর্ঘদিন ধরে গোবিন্দপুর বাজারে বিকাশ, রকেট, শিওর ক্যাশ, নগদ ও ফেক্সিলোডের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম পিয়াস টেলিকম। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, স্ক্র্যাচ কার্ড ও সিম কার্ড একটি ব্যাগের ভেতর নিয়ে বাড়ির দিকে রওনা হন।
পথিমধ্যে বাড়ির অদূরে রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে তার কাছে থেকে ব্যাগ ভর্তি ৩ লাখ টাকা ২৫ হাজার টাকা মূল্যের স্ক্র্যাচ কার্ড, ২ হাজার ২০০ টাকা মূল্যের ১০টি গ্রামীণ সিম কার্ড ও ১টি বাংলালিংক সিম কার্ড ছিনিয়ে নেয়। এ সময় আব্দুল মজিদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আব্দুল মজিদের ছেলে প্যারিস তালুকদার বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর