মোংলা উপজেলার পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ লিটার অবৈধ লুবওয়েলসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া ৩৯ টি ড্রাম, একটি মেশিন বোট, সোলার প্যানেল ও গ্যাস চুলাসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আজ সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মো. নিয়ামুল (২২), একই উপজেলার জয়বাংলা গ্রামের রফিকুল (২৫) ও হারুন হাওলাদার (৩৫)। আটককৃত মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, কোস্টগার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালান বন্ধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল