১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৬

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় টইটং খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মো. আাজিম উদ্দিন (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টইটং খালের নাপিতখালী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আজিম টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া গ্রামের সাকের উল্লাহর ছেলে। 

আজিম উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার জানান, রবিবার রাত ১০টার দিকে আজিম জাল নিয়ে টইটং খালে মাছ ধরতে যায়। রাতে ঘরে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পরে মঙ্গলবার সকালে তার লাশ টইটং খালের নাপিতখালী পয়েন্টে ভেসে ওঠে। স্থানীয় লোকজন পেকুয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম বলেন, লাশের সাথে জাল, রশি ও মাছ ছিল। পানিতে ডুবে আজিম মারা যেতে পারে। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর