২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০০

বগুড়ায় ট্রেনের সাথে ধাক্কা দিয়ে যুবককে হত্যা, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ট্রেনের সাথে ধাক্কা দিয়ে যুবককে হত্যা, মামলা দায়ের

প্রতীকী ছবি

বগুড়ায় গ্রীল মিস্ত্রি আনিসুর রহমান বাবুকে (৩৫) চলন্ত ট্রেনের সাথে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বোনারপাড়া রেলওয়ে থানায় এই মামলাটি দায়ের করেন নিহত বাবুর স্ত্রী আমেনা বেগম। বগুড়া রেলওয়ে স্টেশনের জিরআপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আখতারুন নাহার বিষয়টি নিশ্চিত করেন। 

এএসআই আখতারুন নাহার জানান, নিহত বাবু বগুড়া শহরের শিববাটি এলাকার আফসার আলীর পুত্র। মারা যাওয়ার ঘটনায় স্থানীয় ব্যক্তিরা দুই জন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছিল। সেই দুই যুবক লুৎফর রহমান ও গোলাম রব্বানীসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলা বাদীর অভিযোগ তারা বাবুকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা দিয়ে হত্যা করেছে। 

বগুড়া রেলওয়ে স্টেশনের জিরআপি পুলিশ ফাঁড়িস সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুরে নিহত বাবুসহ কয়েকজন যুবক মিলে পায়ে হেঁটে বগুড়া সদরের কৈচড় এলাকায় রেললাইনের পাশ দিয়ে জমি জমা নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলেন। এসময় সান্তাহার থেকে বগুড়া রেলস্টেশনগামী একটি ট্রেনের নিচে পড়ে বাবু মারা যায়। মারা যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বাবুকে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার অভিযোগ তুলে চিৎকার করে। চিৎকারে অন্যান্যরা ছুটে এসে ওই যুবকদের ঘিরে ফেলার সময় একজন পালিয়ে যায়। অপর দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে প্রেরণ করে। 

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে বগুড়া জিআরপি থানা পুলিশ তদন্ত করবে। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর