ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে আজ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, সদস্য পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক ভোলা মাস্টার, বিএনপির প্রার্থী মোঃ সেলিম মিয়া, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর মোঃ আব্দুল আজিজ। অন্যদিকে ২ সদস্য পদে ৮ সদস্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন মোঃ কবির মোল্যা, মোঃ জাহাঙ্গীর শাহ্ বাদশা, মোঃ হারিজুর রহমান, মোঃ মেহেদী আলম, মোঃ খোকন মাতুব্বর, মোঃ আব্দুল ওহাব ফকির, এস এম নুরুজ্জামান, শেখ আকতার।
আগামী ২০ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে জেলার ৮১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ৬টি পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যান পদে ভোট প্রদান করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রতীক বরাদ্দ করা হবে।
আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক ভোলা মাস্টাররের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম-সম্পাদক ঝর্না হাসান, সহ বিভিন্ন থানা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির প্রার্থী মোঃ সেলিম মিয়া মনোনয়নপত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি জাফর বিশ্বাস, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, শিক্ষক পরিষদ নেতা মোঃ লোকমান হোসেনসহ নেতৃবৃন্দ।
অন্যদিকে, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আজিজ মনোনয়নপত্র দাখিলের সময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা। এছাড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক মোল্যা ও সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এ দুই সদস্য পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদে এবং দুটি সদস্যপদ শূণ্য ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ