বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিই নন, কর্মদক্ষতা, দুর দৃষ্টি এবং সাফল্যের কারণে তিনি আজ বিশ্বনেত্রীর আসনে আসীন।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেছিলেন। প্রায় ৪০ বছরের পথ চলায় জননেত্রী শেখ হাসিনা সংকটে, সংগ্রামে, উন্নয়নে, অর্জনে একটিই নাম হয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন।
মঙ্গলবার বিকালে বগুড়া সদরের বুজর্গধামা রাহমানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক মনির হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ সরকার, সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হক সরকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল, জেলা ছাত্রলীগ নেতা আরিফুল আলম শাওন, সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, মিন্টু মিয়া, মোতাহার হোসেন মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৪টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত