১ অক্টোবর, ২০২০ ১৬:২০

মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

দিনাজপুর প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে হাকিমপুরের হিলি-দলারদরগা (বোয়ালদাড় ভায়া) সড়কের সংস্কার কাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এছাড়াও নবাবগঞ্জের হিলিরডাঙ্গা রাস্তায় সংস্কার কাজ উদ্বোধন করেন কুশদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মাদ সায়েম আলী। ফুলবাড়ী উপজেলা সদর থেকে শিবনগর ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কে, এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের অধীনে কর্মরত ৮৯ জন নারী শ্রমিকদের নিয়ে সড়ক সংস্করণ মাসের কর্মসূচি শুরু করেন উপজেলা প্রকৌশলী এফএএম রায়হানুল ইসলামসহ বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়েছে।  

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হাকিমপুর উপজেলার এলজিইডি আওতায় ২০ জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর