নোয়াখালীতে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর এক হাজার তম দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বেগমগঞ্জ চৌমুহনীর ব্যবসায়ী হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনীর সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে মাকসা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ফিন্যান্স ডিরেক্টর মারজাহান করিম পলি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জেলা অ্যাম্বাসেডর বাবর উদ্দিন ও আবু সাঈদ।
অনুষ্ঠান শেষে ৫০ জন এতিম শিশুসহ দেড় শতাধিক ভাসমান লোকজনের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া একজন অসচ্ছল উদ্যোক্তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সৌদি প্রবাসী মাকসা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও নোয়াখালীর ডিস্ট্রিক অ্যাম্বাসেডর আবদুল করিম মুন্না। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন মির্জা ফজলুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই