নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী নারীদের উপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর আব্দুল হামিদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যেৎস্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালির বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের একটি গ্রামে গত ২ সেপ্টেম্বর এক নারীকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় যে কোন বর্বরতাকে হার মানিয়েছে। প্রশাসন তাৎক্ষনিক নির্যাতনকারীদের গ্রেফতার তো দূরের কথা বরং কোন খোঁজ খবর-ই করেনি। ঘটনার ৩২ দিন কেটে যাওয়ার পর ফেসবুকের মাধ্যকে আইনপ্রয়োগকারী সংস্থার নজরে আসাটা অত্যান্ত দুঃখজনক। এ ছাড়া খাগড়াছড়ির পাহাড়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, সাভারে নীলা রায়কে কুপিয়ে হত্যা, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তুলেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ হুমকিব স্বরুপ। এ সব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা।
বিডি প্রতিদিন/হিমেল