কিশোরগঞ্জের ইটনায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শিশুটি পুকুরে গোসল করে বাড়ি ফিরছিল। এ সময় শিশুটির চাচাতো ভাই রাকিব (১৭) তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরিবারের লোকজন গোপনে শিশুটিকে চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি পুলিশকে অবহিত করে।
এ ব্যাপারে ইটনা উপজেলার বাদলা পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, শিশুটির পরিবারের লোকজন গোপনে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘটনাটি পুলিশকে জানায়।
খবর পেয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনাস্থলে যান। তবে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার