সিলেটে-আসনের সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি বলেছেন, ‘সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিক ভাবে বাস্তবায়িত হয়, সেজন্যে সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। সোচ্চার হতে হবে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শন শেষে ইউনিয়নের সোনাপুর, নোয়াগাঁও, শাখাঁরীকোনা ও আকিলপুর গ্রামে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম মেম্বার, জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন