২৪ অক্টোবর, ২০২০ ১৬:৫৮

মাগুরায় জমির বাঁধ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জমির বাঁধ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত

 

মাগুরার সদর উপজেলার ধনপাড়া গ্রামে বিলের জমির বাঁধ কাটাকে কেন্দ্র করে শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত হোসেন মন্ডলের ভাই ছালাম মন্ডল জানান, দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার রাঘব দাইড় ইউনিয়নের ধনপাড়া গ্রামে মন্ডল গোষ্টি ও বিশ্বাস গোষ্টির মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। গত বুধবার স্থানীয় বিলের জমিতে বাঁধ কাটাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আজ শনিবার সকালে বিশ্বাস গোষ্টির লোকজন মন্ডল গোষ্টির লোকজনদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হোসেন মন্ডল (৭০), সুরোত মন্ডল (৫৫) ও বাকিয়ার রহমান (২৫) সহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে হোসেন মন্ডল ও বাকিয়ারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডেকেলে পাঠানো হয়েছে। অন্যদের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর