২৬ অক্টোবর, ২০২০ ১৯:০৭

রিফাত শরীফ হত্যা, শিশু আদালতে ১৪ আসামির রায় আগামীকাল

বরগুনা প্রতিনিধি

রিফাত শরীফ হত্যা, শিশু আদালতে ১৪ আসামির রায় আগামীকাল

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় দ্বিতীয় পর্যায়ে শিশু আদালতের ১৪ আসামির বিরুদ্ধে মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। ৬৩ কার্যদিবসে ৭৪ জনের সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করা হয়।

শিশু আদালতের ১৪ জন আসামির মধ্য ৮ জন জামিনে এবং ৬ জন কারাগারে রয়েছে। মামলার বিচারকার্য চলাকালে ১৬৪ ধারায় ৭ জন আসামি আদালতে জবানবন্দী দেয়। জামিনে থাকা আসামিরা হচ্ছে চন্দন (১৭), নেয়ামত (১৫), নাজমুল (১৪), রাতুল (১৪), মারুফ বিল্লাহ (১৭) মারুফ মল্লিক (১৬), প্রিন্স মোল্লা(১৫), আরিয়ান শ্রাবন (১৬)।

কারাগারে থাকা আসামিরা হচ্ছে রাশিদুল হাসান রিফাত (১৭), রাকিবুল হাসন রিফাত হাওলাদার (১৫), আবু আব্দুল্লাহ রায়হান (১৬), অলি উল্লাহ অলি (১৬), নাঈম (১৭), তানভীর হোসেন (১৫)।

গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্কদের রায়ে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ৪ জনকে খালাস দেয় জেলা ও দায়রা জজ আদালত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর