ঝালকাঠির রাজাপুরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ফজর নামাজের সময় উপজেলার উত্তমপুর এলাকায় প্যানেল চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নুরনবী উপজেলার বড়ইয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুনের খালাতো ভাই এবং ওই এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে। নুরনবী বড়ইয়া ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুন জানান, নুরনবী তাদের বাড়িতে থেকেই লেখাপড়া করেন। মঙ্গলবার ফজরের নামাজ পড়তে বাইরে বের হয় নুরনবী। এ সময় দুর্বৃত্তরা মামুনকে মনে করে হত্যার উদ্দেশ্যে নুরনবীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়।
এতে নুরনবী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। নুরনবী কাউকে চিনতে না পারলেও তারা দলে ১০-১২ জন ছিল বলে নিশ্চিত করেন। পরিবারের লোকজন নুরনবীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
তিনি আরো জানান, বড়ইয়ার চরপালট গুচ্ছগ্রামের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারে সাংবাদিকদের তিনি সহায়তা করেছিলেন। এরপর থেকেই ওই অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এই হামলার ঘটনা তারাই ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই