৩১ অক্টোবর, ২০২০ ১৭:০৩

বোয়ালমারীতে ভুয়া জ্বীনের বাদশা গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ভুয়া জ্বীনের বাদশা গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে জ্বীনের বাদশার নামে প্রতারণার মামলা করেছেন। মামলা নম্বর ১৯। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুর ইসলাম (৩৫) জ্বীনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করছিল। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসাতো। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বীনকে হাজির করে মানুষকে ঝাড়ফুক দিয়ে প্রতারণা করতো। ভুয়া জ্বীনের বাদশাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, নুর ইসলাম দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর