জাতীয় চার নেতার স্মরণে নেত্রকোনায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় বড় বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধকালীন উইং কমান্ডার মো. শামছুজ্জোহার সভাপতিত্বে চার নেতার জীবনী সম্পর্কে আলোচনা করেন নেতারা।
বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সদর কমান্ডার মো. আইয়ুব আলী, এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম, শিক্ষক মানিক রায়, আলী আসগর খান পূর্নি, সাজ্জাদুর রহমান খান পাঠান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ ও ফোরামের মহিলা বিষয়ক সদস্য শিল্পী ভট্টাচার্য প্রমুখ।
এর আগে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। জেল হত্যা দিবসে আলোচনা সভা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ