ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লালাপুর ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারে অনুপযোগী নিম্নমানের ৩ নাম্বার ইট দিয়ে চলছে সীমানা প্রাচীর নির্মাণের কাজ।
সূত্রে জানা যায়, সীমানা প্রাচীর নির্মাণ কাজে লালাপুর ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কয়েকজনক প্রভাবশালী নির্মাণ কাজের বড় অঙ্কের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, তারা বার বার নিষেধ করার সত্ত্বেও স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের মেনেজ করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেনের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি।
নির্মাণ কাজের ঠিকাদার প্রভাব কুমারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইঞ্জিনিয়ার কাজ দেখছেন। তিনিই ভালো জানেন।
এ ব্যাপারে নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা এলজিইডি প্রকৌশলী মাইনুল ইসলামের যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তিন দিন আগে গিয়েছিলাম। সেখানে কিছু ব্যবহার অনুপযোগী ইট ছিল সেগুলো ফেরত দিয়েছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন