বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়া উপজেলাতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পলিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বেলা ১১টার দিকে শোক র্যালি, আলোচনা সভা ও শহীদ তাজউদ্দীন স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শোক র্যালিটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বজলুর রশিদ মোল্লা সহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর