চাঁদপুরে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা মালিক ও লাইসেন্সবিহীন চালকদের সাথে গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। অবৈধ সিএনজিচালিত অটোরিকশা বৈধ করার জন্য সমস্যা কোন জায়গায়, তা চিহ্নিত করার জন্য আজ মালিক ও চালকদের ডাকা হয়েছে।
পুলিশ সুপার বলেন, অবৈধ সিএনজি অটোরিকশার মালিকদের সমস্যার কথা আমরা জানতে না পারলে তাদের বৈধ করা সম্ভব নয়। একটু সচেতন হয়ে থ্রি হুইলারগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করবো। তাদের বৈধ করা হবে এবং তাদের মাস্ক পরাবো। আমাদের আজকের সভার মূলমন্ত্র হবে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’। আমরা সমাজের কাউকে বাদ দিয়ে চলতে পারবো না।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ।
পরে পুলিশ লাইন্সের সামনে কয়েকজন সিএনজিচালক ও যাত্রীকে মাস্ক পরিয়ে দেন পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।
উন্মুক্ত আলোচনায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালকদের মধ্যে বক্তব্য রাখেন সিএনজি মালিক সমিতির সভাপতি কাজী শাহরিয়ার, ওমর ফারুক, আবুল হোসেন পাঠান, শাহাদাত হোসেন ও কামাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই