মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়বিল এলাকা থেকে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোরকে (১৩) গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন।
এর আগে, সোমবার শিশু ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সালাম হোসেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, সোমবার বিকেলে উপজেলার বড়বিল এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করে তার চাচা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে রাতেই ১৩ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
আদালতের বিচারক ওই কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই