জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও মানবভোজ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের কর্মকর্তারা।
এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বাদ জোহর মিলাদ মাহফিল ও মানবভোজ বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. কাওসার মোর্শেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর