নেত্রকোনায় পালিত হয়েছে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার বিকেল ৪টার দিকে শহরের ছোট বাজার শহীদ মিনার প্রাঙ্গণে অসহায় দরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ করা হয়।
এ সময় নেত্রকোনার পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (এক) নজরুল ইসলাম খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (দুই) নূর খান মিঠু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু ও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি ও যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিসহ যুবলীগের নেতৃবৃন্দ।
এ বছর করোনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই