হঠাৎ করেই রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। এই থানায় কর্মরত অবস্থায় পাঁচজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এক মাদক বহনকারীকে হত্যার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তাধীন অবস্থায় ওসির বদলির আদেশ হলো।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন মঙ্গলবার ওসি খাইরুল ইসলামের বদলির আদেশে স্বাক্ষর করেন। তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। আর পুলিশ পরিদর্শক খলিলুর রহমানকে গোদাগাড়ী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে কিশোরগঞ্জে কর্মরত ছিলেন খলিলুর রহমান। সম্প্রতি তিনি রাজশাহীতে বদলি হয়ে আসেন। এরপর জেলা পুলিশেই সংযুক্ত ছিলেন। এরই মধ্যে তাকে রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই থানায় পাঠানো হলো। এ থানায় ওসি খাইরুল যোগ দিয়েছিলেন এক বছর আগে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ওসি খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। বুধবার তিনি নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন তিনি ডিবি পুলিশে যোগ দেবেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এটা নিয়মিত বদলি। বদলির পেছনে অন্য কোনো কারণ নেই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ