দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে নেত্রকোনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, মহিলা পরিষদ, উদীচী, নারী প্রগতি সংঘসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ সভানেত্রী তাহেজা বেগম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, স্বাবলম্বীর মাসুম ও সাংস্কৃতিক ফোরামের চিন্ময় তালুকদারসহ আরও অনেকেই।
এসময় বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর