লাকসামে সিআইজি কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাকসাম উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি-২) আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন, খামারবাড়ি কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ সিরাজ উদ্দীন হোসেন। বিশেষ প্রশিক্ষক ছিলেন, লাকসাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনূর ইসলাম।
সিআইজি কৃষক প্রশিক্ষণে রিসোর্স পার্সনবৃন্দ ধানের নতুন জাত, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, সিআইজি ব্যবস্থাপনা, সঞ্চয় ব্যবস্থাপনা, কৃষি খামারকে ব্যবসায়ীক রূপ দেওয়ার কৌশল বিষয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন