মুন্সীগঞ্জে নিখোঁজের ২ দিন পর মিশুক চালক আনোয়ারুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার কাকালদী পাওয়ার হাউজসংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আনোয়ারুল মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় বসবাস করতেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গত মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। ওই রাতেই পরিত্যক্ত অবস্থায় সিরাজদিখানের কাকালদী এলাকা থেকে মিশুক গাড়ি ও তার মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হবে পুলিশ সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই